Prottashitoalo

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী ও সচিব

0 169

চলমান মহামারি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

রোববার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের স্কুলে আনতে পারি না।

উক্ত ব্রিফিংয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করা গেলে স্কুল খোলা সম্ভব নয়।

শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যাপারে কী হবে, জানতে চাইলে সচিব বলেন, যদি স্কুল খোলা যায় তবে মূল্যায়নের বিষয়ে একটা ব্যবস্থা নিতে পারব। আর না হলে তো আপনারা বোঝেনই কি হবে। স্কুল না খোলা গেলে আমরা কী মূল্যায়ন করব?

প্রসঙ্গত, দেশে সার্বিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

আরও পড়ুন- একাদশে ভর্তি আবেদনের শেষ ধাপ শুরু হচ্ছে সোমবার

Comments
Loading...