Prottashitoalo

দেশে ৯ মাসের মধ্যে করোনা আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৩৩

0 14

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে পর্যন্ত ৮ হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩ হাজার ৭৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২ জুলাই দেশে ৪ হাজার ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন। ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ২৯৯ জনের শরীরে নমুনা পরীক্ষা হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। একদিন শনাক্তের হার ১৩.২৬ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৫৭ জন করোনা রোগী।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ।

Comments
Loading...