Prottashitoalo

১০০ নৃত্যশিল্পীর পাশে হৃতিক

0 62

বিনোদন ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের জেরে যখন বলিউডে ছবির শুটিংয়ের কাজ বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অনেক ছোট শিল্পী ও সিনেমার তথাকথিত ‘এক্সট্রা’-রা। সেই তালিকায় অন্যতম ছিলেন ওই ড্যান্সাররা, যারা কোনো নাচের দৃশ্যে ‘হিরো’র চারপাশে থাকেন।

আরও পড়ুন: করোনার থাবা থেকে জয় পেলেন ঐশ্বরিয়া-আরাধ্য

তেমনই কাজ হারানো ১০০ জন বলিউড ড্যান্সারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে সাহায্য করলেন অভিনেতা হৃতিক রোশন। এদের সকলের সঙ্গে কোনো না কোনো সময়ে অভিনয় করেছিলেন তিনি।

বলিউড গানের কো-অর্ডিনেটর রাজ সুরানি বলেন, হৃতিক রোশন ১০০ জন ড্যান্সারকে এই কঠিন সময়ে সাহায্য করেছেন। অনেকেই কাজের অভাবে নিজ গ্রামে চলে গিয়েছেন। কেউ কেউ ভাড়া দিতে পারছেন না। একজনের পরিবার কোভিড পজেটিভ হয়েছে।

এই পরিস্থিতিতে হৃতিকের আর্থিক সহায়তা তাদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি যোগ করেন, ব্যাংক থেকে এসএমএস আসাতে তারা প্রচণ্ড খুশি হন। আর্থিক সহায়তার জন্য তারা অভিনেতার প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগেও, বিএমসি কর্মীদের মাস্ক বিতরণ করেছেন হৃতিক।

Comments
Loading...