Prottashitoalo

ঢাকার খালগুলো হবে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন

0 18

শনিবার আশকোনা হজক্যাম্প থেকে সিভিল এভিয়েশন অফিসার্স কোয়ার্টার হয়ে বনরূপা হাউজিং পর্যন্ত খনন করা খালের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী  তাজুল ইসলাম এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকার খালগুলোকে পারস্পরিক সংযোগ করে নৌপথ হিসেবে ব্যবহারের উপযোগী করলে সড়কে যানবাহনের চাপ অনেকাংশে কমে যাবে।

তিনি বলেন, ঢাকা ও এর আশপাশের বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করতে একটি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। সরকার নিজে এ কাজগুলোর দায়িত্ব নিয়েছেন।

আরো পড়ুন:-ঢাকার খালগুলো হবে হাতিরঝিলের মতো দৃষ্টিনন্দন

অনুষ্ঠানে মেয়র আতিকুল ইসলাম বলেন, খালগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াসার। কিন্তু জনগণের দুর্ভোগের কথা শুনতে হয় সিটি করপোরেশনকে। তাই বিদ্যমান জনবল, যন্ত্রপাতিসহ ওয়াসার খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করার প্রস্তাব জানাচ্ছি।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানাসহ প্রমুখ।

Comments
Loading...