Prottashitoalo

‘স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে মঙ্গল শোভাযাত্রা হবে’

0 62

সর্বোচ্চ স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে বলে জানিয়েছেন মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক নাজির খান খোকন।

রবিবার (১১ এপ্রিল) অধ্যাপক নাজির খান খোকন বলেন, ‘আমরা প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে থাকি। এটার উদ্দেশ্য হচ্ছে দেশ ও জাতির মঙ্গল। তবে করোনা পরিস্থিতির কারণে গত বছর আমরা এটি উদযাপন করতে পারিনি। এবছর সবকিছু স্বাভাবিক হয়ে আসছিল। তবে শেষ মুহূর্তে পরিস্থিতি খারাপ হয়ে গেছে।’

তিনি বলেন, ‘এটি একটি বিশ্ব ঐতিহ্য। তাই এটি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করতে না পারা আমাদের জন্য কষ্টের। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিকৃতি তৈরি করছেন। আমরা নিজেরাই চারুকলার অভ্যন্তরে এটি উদযাপন করবো। এক্ষেত্রে বাইরের কোনো মানুষ আসতে পারবে না। আমাদের পুরো আয়োজনটি অনলাইনে প্রচার করা হবে।’

আরো পড়ুন: ১২ এপ্রিল শেষ হচ্ছে ‘অমর একুশে বইমেলা’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে সারাদেশ। একারণে এবারও পয়লা বৈশাখে রমনার বটমূলে কোনা আয়োজন হবে না। তবে মঙ্গল শোভাযাত্রা উদযাপন করা হবে খুবই স্বল্প সংখ্যক লোক নিয়ে। শুধু চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা বাঙালির ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা করবে। আর তা ভার্চুয়াল মাধ‌্যমে প্রচার করা হবে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছি। স্বল্প পরিসরে আমাদের মঙ্গল শোভাযাত্রা হবে। সেটা ভার্চুয়ালি প্রচার করা হবে। স্বাস্থবিধি মেনেই এটি উদযাপন করা হবে।’

গত ৭ এপ্রিল সংস্কৃত মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত ২১ মার্চ তারিখে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপন সংক্রান্ত গৃহীত কর্মসূচির বিষয়ে জানানো যাচ্ছে যে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতে জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন/ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন‌্য অনুরোধ জানানো হলো।

Comments
Loading...