Prottashitoalo

রংপুর বিভাগের কোন জেলায় কত জন আক্রান্ত

0 49

আইইডিসিআরের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত রাজধানী ঢাকা’সহ দেশের মোট ৬৩ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ২৬ দশমিক ৭৫ শতাংশ আক্রান্ত হয়েছে। সে তুলনায় রংপুর বিভাগে ২ শতাংশ করোনা রোগী শনাক্ত হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) দেয়া তথ্যমতে, রংপুর বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫৯ জন। এ বিভাগে সর্বোচ্চ ৫০ জন কোভিড-১৯ শনাক্ত রোগির সংখ্যা রংপুর জেলায়। এই বিভাগের সর্বনিম্ম ৩ জন আক্রান্ত লালমনিরহাট জেলায়।

রংপুরে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ২৫ জন গাইবান্ধা জেলায়। পর্যায়ক্রমে দিনাপুরে ২১, কুড়িগ্রামে ১৯, ঠাকুরগাঁওয়ে ১৭, নিলফামারিতে ১৬ জন এবং পঞ্চগড় জেলায় আটজন আক্রান্ত হয়েছে।

আরো পড়ুন:- দুই মাস ব্যাংক ঋণের সুদ স্থগিত

উল্লেখ্য, রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৬৫ জন। একদিনে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৯ হাজার ৪৫৫ জন।
এছাড়া এই সময়ের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৭ জনে।

Comments
Loading...