Prottashitoalo

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের যাবজ্জীবন

0 15

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিস্ফোরণ ঘটানোর চেষ্টাকারী বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ম্যানহাটন ফেডারেল আদালত এই রায় দেন। খবর এনবিসির।

নিউইয়র্কে একটি সাবওয়ে স্টেশনে পাইপ বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টাকারী হিসেবে তাকে অভিযুক্ত করা হয়।

সাজা ঘোষণার সময় বিচারক রিচার্ড জে সুলিভান বলেন, ‘তার যাবজ্জীবন সাজা হওয়াই যথার্থ। তার অপরাধ প্রকৃতপক্ষেই বর্বরোচিত ও জঘন্য।’

তবে সাজা ঘোষণার আগে নিজের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন আকায়েদ।

আরো পড়ুন: আমটি আঠা দিয়ে লাগানো হয়েছিল!

উল্লেখ্য, ৩১ বছর বয়সী আকায়েদ উল্লাহ ২০১৭ সালে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নামে ওই হামলা চালানোর চেষ্টা করেন। ওই বছরের ১১ ডিসেম্বর সকালে ঘরে তৈরি পাইপবোমা নিয়ে নিউইয়র্কের এইটিনথ অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে বিস্ফোরণের চেষ্টা চালান। বোমাটি পুরোপুরি না ফাটলেও আকায়েদসহ চারজন আহত হন। পরে ২০১৮ সালে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার, গণপরিবহন ব্যবস্থায় বোমার বিস্ফোরণ এবং জঙ্গিগোষ্ঠী আইএসকে সহযোগিতার দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাকে।

Comments
Loading...