Prottashitoalo

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ২১ জনের মৃত্যু

0 19

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনার ইউনিটে আজ করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের তথ্যানুযায়ী ভর্তি রোগী আছে আইসিইউতে চিকিৎসাধীন ২২ জন, মোট রোগী ৫২৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন সনাক্ত ৩৩১ জন নতুন ভর্তি ৯৪ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৫০ জন।

৯ জন কোভিড পজিটিভ রোগী মারা যান-
(১) সালমা, ৪২ বছর, মুক্তাগাছা, ময়মনসিংহ (২) মো আব্দুর রোউফ, ৬৫ বছর, সদর, ময়মনসিংহ। (৩) খোদেজা বেগম, ৫০ বছর, শ্রীপুর, গাজীপুর।(৪) সুলতান আহমেদ, ৭২ বছর, ত্রিশাল, ময়মনসিংহ।( ৫) নুরজাহান বেগম, ৬৫ বছর, সদর, ময়মনসিংহ।(৬) মোশারফ হোসেন, ৫২ বছর, ঘাটাইল, টাংগাইল।(৭) আব্দুল হামিদ, ৫৫ বছর, মধুপুর, টাংগাইল।(৮) মতিউর, ৭০ বছর, গোরীপুর, ময়মনসিংহ। (৯) নাজমা, ৭০ বছর, সদর, ময়মনসিংহ।

১২ জন সন্দেহজনক কোভিড উপসর্গ নিয়ে মারা যান-
(১) আব্দুর জব্বার, ৮০ বছর, নান্দাইল, ময়মনসিংহ।(২) জহির, ৩৩ বছর, হালুয়াঘাট, ময়মনসিংহ।(৩) হামিদা, ৭০ বছর, সদর, ময়মনসিংহ। (৪) শিরিন আক্তার, ৫৫ বছর, সদর, ময়মনসিংহ।(৫) জইনুদ্দীন, ৩৩ বছর, দেওয়ানগঞ্জ, জামালপুর। (৬) মোবারক, ৭০ বছর, সদর, ময়মনসিংহ। (৭) হাওয়া বেগম, ৭০ বছর, সদর, জামালপুর। (৮) লাভলি, ৫৫ বছর, ত্রিশাল, ময়মনসিংহ।(৯) নুরজাহান, ৮০ বছর, মুক্তাগাছা, ময়মনসিংহ।(১০)মাহফুজুল হক, ৬৯ বছর, মুক্তাগাছা, ময়মনসিংহ। (১১) নাজমা সুলতানা, ৫০ বছর, সদর, ময়মনসিংহ। (১২) মোহাম্মদ আলি, ৫৯ বছর, হালুয়াঘাট, ময়মনসিংহ। ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘন্টায় মোট সেবা নিয়েছেন : ৪০৮ জন।

গত ২৪ ঘন্টায় ৩০ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন। এ সব তথ্য নিশ্চিত করেছেন ডাঃ মোঃ মহিউদ্দিন খান ফোকাল পার্সন (কোভিড) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

Comments
Loading...