Prottashitoalo

বগুড়ায় উপজেলা চেয়ারম্যানদের জেলা প্রশাসকের সভা বর্জন

0 268

বগুড়ায় উপজেলা চেয়ারম্যানদের জেলা প্রশাসকের সভা বর্জন। বগুড়ার জেলা প্রশাসকের উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে সব সভা বর্জনের ডাক দিয়েছে জেলা উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন। বুধবার (২৬ মে) দুপুরে অ্যাসোসিয়েশন সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জেলা প্রশাসক দাবি করেছেন, কোনো অসৌজন্যমূলক আচরণ হয়নি। মঙ্গলবার (২৬ মে) সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করতে যান। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন জেলা প্রশাসক। বুধবার দুপুর ১২টায় অ্যাসোসিয়েশনের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফিনেওয়াজ খান রবিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধিবহির্ভূতভাবে হাট ইজারা প্রদান করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত জেলা প্রশাসকের সব সভা বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। নন্দীগ্রাম উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, এ বছর গত ৩ ফেব্রুয়ারি বাংলা ১৪২৮ সনের ইজারার জন্য পত্রিকায় দরপত্র আহ্বান করা হয়। সরকারি মূল্য নির্ধারণ করা হয় ১ কোটি ১৫ লাখ ৬৯ হাজার ২৬৫ টাকা। শিডিউল বিক্রির শেষ তারিখ ছিল গত ২৮ এপ্রিল। পঞ্চম ধাপে দরপত্র গ্রহণের শেষ দিন ২৯ এপ্রিল মেসার্স রাহী এন্টারপ্রাইজ ৮৩ লাখ ৪০ হাজার টাকার দরপত্র দাখিল করে, যা সরকারি মূল্যের চেয়ে ৩২ লাখ ২৯ হাজার ২৬৫ টাকা কম। জেলা উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেন, নন্দীগ্রামের রনবাঘা হাটটি সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে ৩২ লাখ টাকা কমে ইজারা দেওয়া হয়েছে, যা উপজেলা পরিষদকে না জানিয়ে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। পরে জেলা প্রশাসক হাটটি ইজারা দেন কম মূল্যে। তিনি বলেন, এ বিষয়ে কথা বলতে গেলে আমাকে ও নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান এসেছিলেন রনবাঘা হাটের ইজারার বিষয়ে কথা বলতে। তাদের সঙ্গে সুষ্ঠুভাবে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে। কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ করা হয়নি।

Comments
Loading...