Prottashitoalo

ডিগ্রি-মাস্টার্স পরীক্ষা নিতে পারবে কওমি মাদরাসা

0 147

স্বাস্থ্যবিধি মেনে ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নিতে পারবে কওমি মাদরাসা । মাদরাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়াও এইচএসসি এবং অন্যান্য পরীক্ষা নেওয়ার বিষয়ে দুই মন্ত্রণালয় জোরালো চিন্তা-ভাবনা করলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো সময় আসেনি।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস বিফ্রিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সচিবালয় থেকে সংশ্নিষ্ট মন্ত্রীরা অংশ নেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কওমি মাদরাসা উপরের লেভেলের পরীক্ষাগুলো নেওয়ার জন্য আপিল করেছিল। সরকার সে ব্যাপারে সম্মতি দিয়েছে। আদেশ জারি হয়ে যাবে। ওদের পরীক্ষাগুলো হবে ডিগ্রি ও মাস্টার্স লেভেলের। তবে জেনারেল কওমি মাদরাসা খুলবে না। ওই (কিতাব বিভাগ খোলা) বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’

তিনি বলেন, ‘তবে সরকার কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তারপর করতে হবে। কবে থেকে পরীক্ষা নিতে পরবে সেটি তাদের বিষয়। তবে সুবিধা মতো সময় নেবে।’

‘গত ১৭ আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদরাসাগুলো। ওইদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেন কওমি মাদরাসার একটি বোর্ড জাতীয় দ্বিনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের একটি প্রতিনিধি দল।’

আরো পড়ুন:- সিনহা হত্যা: প্রদীপসহ ৩ আসামির ফের রিমান্ড চাইবে র‍্যাব

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা এবং আসন্ন জেএসসি- জেডিসি এবং প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করছে।

Comments
Loading...