Prottashitoalo

চীন থেকে ৯ কোটি সিরিঞ্জ কেনা হবে

0 5

করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য চীনের একটি কোম্পানির কাছ থেকে সরাসরি পদ্ধতিতে (ডিপিএম) ৯ কোটি ডিসপোজেবল সিরিঞ্জ কিনবে সরকার।

রবিবার(১৭ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়েছে।

সভার পর ব্রিফিংয়ে এ মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, ‘খুব দ্রুত টিকা চলে আসবে। সেজন্য সময় বাঁচাতে সরাসরি পদ্ধতিতে সিরিঞ্জ কেনা হচ্ছে। চীন ছাড়া অন্য কোনো সোর্সের এত বিপুল পরিমাণ সিরিঞ্জ দেওয়ার সক্ষমতা নেই।’

অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ কোটি ৮২ লাখ মানুষকে টিকাদানের জন্য ২৭ কোটি ৬৪ লাখ সিরিঞ্জ প্রয়োজন। প্রতি মাসে ২ কোটি মানুষকে টিকা প্রদানের জন্য ৯ কোটি ডিসপোজেবল সিরিঞ্জ জরুরি ভিত্তিতে কিনতে হবে।

আরো পড়ুন:- টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব

এ অবস্থায়, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) প্রস্তাবিত ৯ কোটি এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সংখ্যাক ডিসপোজেবল সিরিঞ্জ চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস ফরেন ট্রেড করপোরেশনের কাছ থেকে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

Comments
Loading...