Prottashitoalo

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

0 19

এস এম আসাদুজ্জামান মিলন : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে।

আজ মঙ্গলবার সকালে সান-চেরী গার্মেন্টস কারখানা শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

কারখানার শ্রমিকরা জানান, গত এপ্রিল মাসের বকেয়া বেতন না দিয়ে ও কোন নোটিশ না দিয়ে তাদের ছাঁটাই করা হচ্ছে। এরই মধ্যে প্রায় পাঁচ শতাধিক শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। গত মাসের বেতন পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ তা না করে শ্রমিক ছাটাই করে কারখানা বন্ধ করার পায়তারা করছে। উত্তেজিত শ্রমিকরা এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় রাস্তার দুই পাশে বিপুল পরিমাণ যানবাহন আটকা পড়ে যায়।

আরো পড়ুন:- বরগুনায় গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার

শিল্প পুলিশের এ্যাডিশনাল এসপি সুশান্ত সরকার পিপিএম জানায়, শিল্প পুলিশ গিয়ে কারখানার শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে কারখানার সামনে অবস্থান নেয় শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সমন্বয় করে আগামি ৭ তারিখে বেতন পরিশোধ এবং আর কোন শ্রমিক ছাটাই না করার আশ্বাস দিলে বেলা ১২টার দিকে শ্রমিকরা বাড়ি চলে যায়।

একই দাবিতে উপজেলার পল্লীবিদ্যুৎ ছাত্তার টেক্সটাইল নামক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন।

Comments
Loading...