Prottashitoalo

গাইবান্ধা জেলার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী সোহানুর রহমান সোহান

0 58

গাইবান্ধা প্রতিনিধি: স্বপ্নের তো আর শেষ হয় না কিন্তু সেইটা বাস্তবে রুপ দিতে পারে কয়জন। সেই কঠিন থেকে কঠিন স্বপ্ন কে বাস্তবে রুপ দিতে পেরেছে একজন। অনেক চড়াই উতরাই পার করে আজ সে অনেক আনন্দিত উদবেলিত। বলছিলাম গাইবান্ধা জেলার পিছে থাকা সোহানুর রহমান সোহান এর কথা।

এই দরিদ্র শিক্ষার্থী সোহান এসএসসিতে জিপিএ ৫ পেয়ে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মুখ উজ্জল করে। সাথে তার পরিবারে তার গ্রাম ও শহরের নাম উচিয়ে ধরে। তার পরিবার তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে এবং তা সে বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর। সে ১০৪৭ পেয়ে জেলার সেরা ১০ জনের মধ্যে জায়গা করে নেয়। গাইবান্ধা জেলার ধাপেরহাট এর ছোট্ট গ্রামে তার পরিবার নিয়ে বসবাস।

আরও পড়ুন: খ্যাতিমান সাহিত্যিক জাফর আলম আর নেই

সোহান বলেন, আমি অনেক দরিদ্র পরিবারের সন্তান আমার বাবার লবন আনতে পান্তা ফুরায় আমি সকালে খেলে দুপরে কি খাবো সেইটা আমার বাবা-মা কে ভাবতে হয়। এই সব বাধার মধ্যে দিয়েই আমি পড়াশুনা চালিয়ে যাচ্ছি। তাই আগামি দিনে যেন আমি আরোও ভালো ফলাফল করে আমার পরিবারের মুখ উজ্জল করতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন দেশের মুখ উজ্জল করতে পারে।

Comments
Loading...