Prottashitoalo

‘আসসালামু আলাইকুম’ বলে রমজানের শুভেচ্ছা ট্রুডোর

0 28

শুরু হয়েছে মুসলমানদের পবিত্র রমজান মাস। এ উপলক্ষে সালাম দিয়ে বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুভেচ্ছা এবং সম্মান প্রদর্শনে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন। মহামারি করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে কিছু পরামর্শও দিয়েছেন।

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এবং টুইটার আইডিতে ভিডিও বার্তাটি প্রকাশ করেন জাস্টিন ট্রুডো।

ভিডিওটিতে সালাম দিয়ে এভাবেই শুরু করেন ট্রুডো: ‘আসসালামু আলাইকুম। কানাডা ও বিশ্বের মুসলিমদের জন্য রমজান মাস শুরু হয়েছে। পরিবার-স্বজনরা একসঙ্গে প্রার্থনা করবেন। দিনে রোজা রাখবেন। আর ইফতার করার মাধ্যমে সন্ধ্যায় তাদের সিয়াম সাধনা শেষ হবে।’


রমজান মাসের মহত্ব কানাডিয়ান প্রধানমন্ত্রী বলেন, ‘রমজান মুসলিমদের হৃদয়ে ধারণ করা মূল্যবোধকে সম্মান করে। এটা আমাদেরকে অন্যদের প্রতি উদার হতে শেখায় এবং এই মাসে আমরা নিজের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেই, যার রেশ থাকে গোটা বছরজুড়ে।’

আরো পড়ুন:- ২৬ যুদ্ধজাহাজে করোনা, কিভাবে লড়বে যুক্তরাষ্ট্র!

কানাডার মুসলিম অভিবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিদিন কানাডার মুসলিমরা আরো উন্নত একটি কানাডা নির্মাণের জন্য চেষ্টা করেন। চলুন তাদের অবদানকে আমরা উদযাপন করি এবং যৌথভাবে আমাদের এই প্রয়াস চালিয়ে যাই।’

জাস্টিন ট্রুডো আরও বলেন, ‘আমরা সবসময় একসঙ্গে ইসলাম বিদ্বেষ ও ঘৃণার বিরুদ্ধে দাঁড়াবো। আর এই কাজের মাধ্যমে আমরা প্রতিটি ধর্মের মুক্তমনা বৈশিষ্ট, বিচিত্রতা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবো।

রমজানের শুভেচ্ছা জানিয়ে জাস্টিন ট্রুডো বলেন, ‘আমার পরিবার, সোফি (তার স্ত্রী) এবং আমি আশা করি, প্রত্যেকেই যেন শান্তিপূর্ণ ও পবিত্রতার সঙ্গে রমজান মাস উদযাপন করতে পারে। রমজান মোবারক।’

Comments
Loading...