Prottashitoalo

৩৭ বার বিয়ে, ২৮ জন স্ত্রীকে নিয়ে একবাড়িতেই থাকেন তিনি!

0 7

একজন মানুষের জীবনে কতজন সঙ্গী প্রয়োজন? একজন, বড়জোড় দু’জন বা খুব ব্যতিক্রম হলে তিন। কিন্তু আজকের দিনে এসে ৩৭ বার বিয়ে করেছেন মধ্যপ্রাচ্যের এক বৃদ্ধ। মজার বিষয় হল, ২৮ জন স্ত্রীকে নিয়ে একবাড়িতেই থাকছেন তিনি।

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ব্যক্তির বিয়ের ভিডিও। তাতে পরিবারের সদস্যদের আনন্দ করতে দেখা গেছে। বিয়ের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ভারতীয় এক সরকারি কর্মকর্তা লিখেছেন, সাহসী মানুষ…২৮ জন স্ত্রী, ১৩৫ জন সন্তান এবং ১২৬ জন নাতি-নাতনির সামনে ৩৭তম বিয়ে করছেন।

এমন বিয়ে-পাগল স্বামী নিয়ে স্ত্রীদেরও কোনো অভিযোগ নেই। বরং তারা অনেক সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে আনন্দেই দিন কাটান বলেও জানান।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই কমেন্ট করে লিখেছেন, সত্যিই এই ব্যক্তিকে দেখে সাহস সঞ্চয় করা উচিত। কেউ বা বলেছেন, লোকে একবার বিয়ে করেই সেটা সামলাতে পারেন না। সেখানে এই ব্যক্তি ৩৭টি বিয়ে করেছেন। ভেবেই অবাক লাগছে। অনেক নেটিজ়েন আবার লিখেছেন, ওনাকে দেখে শেখার রয়েছে।

তবে জীবনে ভালো থাকার জন্য মনের মতো একজন জীবনসঙ্গীই যথেষ্ট।

Comments
Loading...