Prottashitoalo

৩১ আগস্ট পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

0 35

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান এই ছুটির আওতায় থাকবে।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করেছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেন।

এর আগে আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়।

করোনার কারণে গত মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয়। আগামী ৬ আগস্ট সে ছুটি শেষ হওয়ার কথা ছিলো। এখন তা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন- প্রশ্নফাঁসের সুযোগ নিয়ে মেডিক্যালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল হবে 

Comments
Loading...