২ এপ্রিল সৌদি আরবে রমজান মাস শুরু হতে পারে
সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হতে পারে ২ এপ্রিল। ২ মার্চ সৌদি আরবের আকাশে শা’বান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৪ মার্চ শুক্রবার থেকে শাবান মাস শুরু হবে।
আর ১৮ মার্চ শুক্রবার সৌদি আরবে নিসফে শা’বান। সেধারায় ১ এপ্রিল ২৯ শা’বান মাহে রমজানের চাঁদ দেখা গেলে ২ এপ্রিল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।
অন্যান্য মুসলিম দেশের মতো সৌদি আরবেও রমজান একটি পবিত্র ও উৎসবের মাস। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কঠোর বিধি-নিষেধের মধ্য দিয়ে মাহে রমজান পালিত হয় দেশটিতে।
আরো পড়ুন: জাতিসংঘের শীর্ষ আদালতে ইউক্রেন যুদ্ধ নিয়ে শুনানি ৭-৮ মার্চ
শপিং মল থেকে শুরু করে স্থানীয় বাজারগুলোতে এখন থেকেই রমজানের প্রস্তুতি শুরু হতে দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, এর আগে মিশরের জাতীয় জোর্তিবিদ্যা ও ভূপ্রকৃতিবিদ্যা গবেষণা ইনস্টিটিউটের বরাতে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছিলো, মধ্যপ্রাচ্যে ২ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হতে পারে।
উল্লেখ্য, রমজান ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র একটি মাস। ভোররাতে সেহরি খেয়ে প্রতি দিন রোজা শুরু করেন মুসলমানরা। সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে রোজা ভাঙা হয়। এক মাস সংযম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করে মুসলিম সম্প্রদায়।