Prottashitoalo

২০ দিন পর দেশে করোনায় মৃত্যু, নতুন শনাক্ত ৮৭৩

0 8

বাংলাদেশে ১৯ জুন সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত ৮৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো একজনের মৃত্যু হয়েছে। এতে ২০ দিন পর দেশে মহামারি এ ভাইরাসে মৃত্যু হলো। সবশেষ গত ৩০ মে করোনায় একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জন। মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ১৩২ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮৯৯ জন।

আরো পড়ুন: দেশে বাড়ছে সংক্রমণ, দ্রুত বুস্টার ডোজ নেয়ার পরামর্শ

সোমবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

Comments
Loading...