২০২১ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি
চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এইচএসসি পরীক্ষার সূচি চূড়ান্ত করে সোমবার (২৭ সেপ্টেম্বর) তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য পরীক্ষার সময়সূচির সঙ্গে বিশেষ নির্দেশনাও প্রকাশ করেছে আন্তঃশিক্ষাবোর্ড।
দেখে নিন পরীক্ষার সময়সূচি-এখানে ক্লিক করে
অপরদিকে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচিও চূড়ান্ত করে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে তা শেষ হবে ২৩ নভেম্বর।