Prottashitoalo

স্কুল খোলার পর পঞ্চম ও দশম শ্রেণির পাঠদান চলবে যেভাবে

0 89

করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১৩ জুন থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিকের পঞ্চম শ্রেণি, মাধ্যমিকের নতুন ও পুরাতন দশম শ্রেণির ক্লাস নেওয়া হবে সপ্তাহে ছয় দিন। আর প্রাথমিক ও মাধ্যমিকের অন্যান্য শ্রেণির ক্লাস প্রথমে একদিন করে নেওয়া হবে।

আজ বুধবার (২৬ মে) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এসব তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবো।’

আরো পড়ুন:- ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ২৭ উপজেলা

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলে প্রথমে পঞ্চম শ্রেণির ক্লাস প্রতিদিন নেবো। আর অন্য শ্রেণির ক্লাসগুলো একদিন করে নেবো।’

শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্তের সঙ্গেই ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

Comments
Loading...