সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে সরকার ব্যর্থ: হারুন
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ নির্বাচন কমিশনারকে ‘অপদার্থ’ মন্তব্য করে বলেন , সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে সরকার ব্যর্থ । সরকার এবং নির্বাচন কমিশন কোনো ধরনের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে।
আজ মঙ্গলবার সংসদে তিনি বলেন, “অযোগ্য ও অপদার্থ নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।”
ভোটারদের একটি বড় অংশ নির্বাচনে অংশ না নেয়ায় দুই সিটির নির্বাচনের বৈধতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। তিনি বলেন, “এক-তৃতীয়াংশ ভোটার উপস্থিত হলো না, এই নির্বাচনের কি কোনো গ্রহণযোগ্যতা আছে?”
গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি নির্বাচনের কথা উল্লেখ করে হারুন বলেন, দুই সিটিতে নির্বাচনে একটিতে মাত্র ২৪ শতাংশ, অন্যটিতে মাত্র ২৭ শতাংশ ভোট পড়েছে।
হারুন আরও বলেন, এ সরকার এবং নির্বাচন কমিশন কোনো ধরনের সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। “এ অপদার্থ ও অযোগ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিত। আমরা আশা করি পদত্যাগ করে তিনি জাতিকে এই পরিস্থিতি থেকে মুক্তি দেবেন।”
আরও পড়ুন সংবিধান পরিপন্থী কাজে ধ্বংস নির্বাচন পদ্ধতি : ড. কামাল
ইসির সমালোচনা করে এ সংসদ সদস্য বলেন, এই সরকারের অধীনে নির্বাচন কমিশনের আমল ছাড়া অতীতে কোনো সময় স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচনে ৫০ ভাগের কম ভোটের নজির নেই।