Prottashitoalo

শ্রীপুরে রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, চার শ্রমিক নিহত

0 21

গাজীপুর জেলার শ্রীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া রেল ক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। দুর্ঘটনা কবলিত বাসটি শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার।

রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া রেল ক্রসিং পার হওয়ার সময় ওই শ্রমিকবাহী বাসকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আরো পড়ুন: ‘গত বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা অর্ধেকেরও কম’

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, ‘ট্রেনের ধাক্কায় বাসটিতে থাকা চার শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই প্রিয়া নামে এক শ্রমিক নিহত হন। এছাড়া আহত তিনজন হাসপতালে নেওয়ার পথে মারা গেছেন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও অনেক। নিহতদের পরিবারকে সহায়তা হিসেবে ২০ হাজার টাকা করে অনুদান ও আহতদের চিকিৎসা ব্যয় বাবদ ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে।

Comments
Loading...