Prottashitoalo

লকডাউন বাড়বে কি না জানা যাবে আজ

0

করোনা পরিস্থিতি মোকাবিলায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে শুরু হয়েছে লকডাউন। এ দফায় আগামী ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত থাকবে এই লকডাউন। চলমান এই লকডাউন বাড়বে কি না সেই সিদ্ধান্ত আজ জানা যাবে। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার কঠোর বিধিনিষেধ আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, পরবর্তী লকডাউনের বিষয়ে আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিদ্ধান্ত হবে।

এর আগে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, সাত দিন পর কী অবস্থা হয় তার রিভিউ করব বৃহস্পতিবার। মানুষকে তো কো-অপারেট করতে হবে। সবাই যদি একটু মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে, তবে তো অসুবিধা হওয়ার কথা নয়।

আরো পড়ুন: করোনা শনাক্তের ৮১% দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়ান্ট: আইসিডিডিআরবি

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় ৫ এপ্রিল সকাল ৬টা থেকে আগামী সাত দিনের লকডাউন শুরু হয়েছে। চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত বছরের ৮ মার্চ দেশে যখন প্রথম করোনা রোগী শনাক্ত হয় তখনই নড়েচড়ে বসে সরকার। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবরের পর করোনা পরিস্থিতি মোকাবিলায় দ্রুতই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। গত বছরের ২৬ মার্চ থেকে শুরু হওয়া সেই ছুটি ৩১ মে পর্যন্ত স্থায়ী ছিল।

web site
Comments
Loading...