লকডাউনে মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে সরকার ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। আরোপিত বিধিনিষেধের প্রেক্ষিতে মাধ্যমিকের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বুধবার সন্ধ্যায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, করোনার সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ বিভাগের বিধিনিষেধসংক্রান্ত পরিপত্রের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
অধিদপ্তর কর্তৃক ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ও ২০২২ সনের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সপ্তাহভিত্তিক চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।