Prottashitoalo

রোশানের সঙ্গে জুটি বাঁধলেন কন্ঠশিল্পী লুইপা

0 20

বিনোদন ডেস্ক: কন্ঠশিল্পী লুইপার সঙ্গে এই প্রথম জুটি বাঁধলেন নায়ক জিয়াউল রোশান। তবে এইটা কোন সিনেমা নয়। ‘রঙ্গিলা হাওয়ায়’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে তারা এসেছেন প্রেমিক-প্রেমিকা হয়ে। নেচেছেন নায়ক-নায়িকার মতোই। এই গানটিতে আছে সিনেম্যাটিক গল্পও।

এ মিজানের কথায় এর সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। গানটিতে সহশিল্পী হিসেবে আছেন সাইমন। আর ভিডিও নির্মাণ করছেন তানভীর আহমেদ।

রোশানের সঙ্গে প্রথমবার কাজ করা প্রসঙ্গে লুইপা বললেন, ‘আমি সব সময়ই চেষ্টা করি, ভালো গান দর্শকের কাছে পৌঁছাতে। সে কারণেই বেশ আয়োজন করে এটি তৈরি। আর নায়ক রোশান খুবই আন্তরিক এবং বেশ সহযোগিতাপরায়ণ। তিনি থাকাতে ভিডিওটি নতুন মাত্রা পেয়েছে।’

ভিডিওর জন্য আলাদা নাচের সেটও তৈরি করা হয়। তাদের নাচ ও সেটাও প্রশংসিত হয়েছে। এছাড়াও এই মিউজিক্যাল ফিল্মটির শুরু ও শেষটা হয়েছে নাটকীয় অভিনয়ে। ভিডিওটি প্রকাশিত হয়েছে লুইপা অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে।

web site
Comments
Loading...