Prottashitoalo

রওশন এরশাদ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি

0 13

চিকিৎসার জন্য জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য রওশন এরশাদ চিকিৎসার জন্য ব্যাংককে পৌঁছেছেন।

রাত সাড়ে ৯টায় রওশন এরশাদকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছালে তাকে বিমানবন্দর থেকে দ্রুত বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হয়। সে সময় রওশন এরশাদের সঙ্গে ছিলেন তার ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নেয়া হয়।

আরো পড়ুন: ধর্মান্ধ চক্রান্তের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক: ১৪ দল

বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন জাতীয় পার্টির এই প্রধান পৃষ্ঠপোষক। দুই মাসের বেশি সময় ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ায় গত ২০ অক্টোবর থেকে তাকে আইসিইউতে রাখা হয়।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়ার পর রওশন এরশাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

Comments
Loading...