Prottashitoalo

ময়মনসিংহে ট্রলি উল্টে দুই বন্দর শ্রমিক নিহত

0 11

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের সীমান্ত উপজেলা হালুয়াঘাটে ট্রলি উল্টে দুই বন্দর শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ইটাখলা এলাকায় হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৬ জন। নিহতরা হলেন- উপজেলার সরচাপুর গ্রামের হারুন (৬৫) ও হবি (৩৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ২৫ জন বন্দর শ্রমিক বড় ট্রলিতে হালুয়াঘাট স্থলবন্দরে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কের ইটাখলা নামক স্থানে ট্রলিটি উল্টে যায়। এতে অন্তত ৮ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান বলেন, ট্রলি উল্টে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহতের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Comments
Loading...