মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল যাদের আশানুরূপ হয়নি ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ৪ এপ্রিল প্রকাশিত হয়েছে ফল ।
টেলিটক সিমের মাধ্যমে এক হাজার টাকা ফি দিয়ে আগামী ২০ এপ্রিল থেকে তারা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী ৫ মে পর্যন্ত।
টেলিটকের যে কোনো প্রি-পেইড মোবাইল থেকে আবেদন করা যাবে। এ জন্য DGHS স্পেস RSC স্পেস ROLL NO লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে একটি পিন নম্বর আসবে।
ফি প্রদানের জন্য প্রাপ্ত পিন নম্বর দিয়ে DGHS স্পেস RSC স্পেস YES স্পেস PIN নম্বর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এরপর প্রাপ্তি স্বীকার একটি এসএমএস পাওয়া যাবে। পুনঃনিরীক্ষার ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
এবার প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। আসন সাপেক্ষে তাদের মধ্যে প্রথম চার হাজার ৩৫০ পরীক্ষার্থীকে সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সম্পাদক: মোঃ নাজিম উদ্দিন
যোগাযোগঃ সি-৪, হাউজ#৩, ২৬৫/৯, মেরাদিয়া রোড, ঢাকা-১২১৯
মোবাইলঃ +880 1707357973, ই-মেইল : news.prottashitoalo@gmail.com
বিজ্ঞাপন : prottashitoalo@gmail.com
Prottashitoalo