Prottashitoalo

মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ৯

0 8

টাঙ্গাইলের মির্জাপুরে বালুবাহী ট্রাক ও বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন।

শনিবার (১৬ জুলাই) ভোর পৌনে ৫টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন: চট্টগ্রামে বাড়ছে করোনা, সংক্রমণের হার ১৭.৯৬%

মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

Comments
Loading...