মন্ত্রিসভায় নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফ কামাল, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’ শীর্ষক এবারের বাজেটে মহামারি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত অর্থনীতির পুন:রুদ্ধারের আশা করা হচ্ছে।
আরো পড়ুন: ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা আজ
আ হ ম মুস্তাফ কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রতিকূল আন্তর্জাতিক অর্থনীতি পরিস্থিতির প্রেক্ষাপটে মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরার প্রধান চ্যালেঞ্জের কথা মাথায় রেখে ২০২৩ অর্থ বছরের জন্য ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট পেশ করেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের এটি হচ্ছে চতুর্থ বাজেট।
এছাড়া, ১৯৭১ সালে স্বাধীনতার পর এটি হবে দেশের ৫১তম এবং পাঁচ মেয়াদে আওয়ামী লীগ সরকারের ২৩তম বাজেট।