Prottashitoalo

ব্রাজিলে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড

0 3

ব্রাজিলে করোনার ভয়াবহতা আবারো বেড়েছে। বেড়েছে সংক্রমণ ও মৃত্যুর হার। করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশটি। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর অতীতের সব রেকর্ড ছাড়াচ্ছে ব্রাজিলে।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে প্রায় ৪ হাজার মানুষ, যা এখন পর্যন্ত দেশটির সর্বোচ্চ মৃত্যু। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (একদিনে) ব্রাজিলে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯৫০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জন।

আরো পড়ুন: ‘করোনার উৎস নিয়ে সব তথ্য দিচ্ছে না চীন’

এছাড়া দেশটিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ২০০ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ২৫৮ জন।

প্রসঙ্গত, গত বছরের ২৬ ফেব্রুয়ারিতে দেশটির সাও পাওলো শহরে এক ব্যক্তির শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে।

web site
Comments
Loading...