Prottashitoalo

বরিশালে মাইক্রোতে বাসের ধাক্কা: নিহত বেড়ে ৫

0 3

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের আরো এক যাত্রী নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হলো।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা মাইক্রোবাসটির পেছনের একটি চাকা পাংচার হয়ে সড়কের মাঝেই থেমে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলসের বাসটি সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এদিকে শেরে বাংলা মেডিকের কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন: ‘গত বছরের তুলনায় এবার ডেঙ্গু রোগীর সংখ্যা অর্ধেকেরও কম’

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে শহিদুল ইসলাম নামে একজন জরুরি বিভাগে মারা যান। তবে হাসপাতালে আরো চারজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন বলে জেনেছি। গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, গাজীপুরের কোনাবাড়ির কয়েকজন বাসিন্দা মাইক্রোবাসটি করে কুয়াকাটা যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। পথিমধ্যে বাসের ধাক্কায় এ ঘটনা ঘটেছে।

Comments
Loading...