Prottashitoalo

বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা দেখাতে কৃষকের অভিনব পদ্ধতি

0 33

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা দেখাতে অভিনব পদ্ধতি অবলম্বন করলেন এক কৃষক। বঙ্গবন্ধুপ্রেমী ওই কৃষকের নাম আব্দুল কাদির (৪৪)।

আব্দুল কাদিরের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের পাড়াখালবালা গ্রামে। তিনি হাজি তারা মিয়ার দ্বিতীয় ছেলে।

তিনি নিজ জমিতে ফুটিয়ে তুলেছেন জাতির জনকের প্রতি ভালোবাসার নিদর্শন। সরিষা ও লাল শাক দিয়ে এঁকেছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি, নৌকা, স্মতিসৌধ, পতাকা। আর লিখেছেন মুজিব শতবর্ষ। এঁকেছেন ‌‘লাভ’ চিহ্ন নকশাও।

মোট ৩২ শতক জমিতে এই শৈল্পিক বুনন করেছেন তিনি, যা ফসলের মাঠকে করে তুলেছেন দৃষ্টিনন্দন। শতশত মানুষ প্রতিদিন তার ক্ষেত দেখতে ভিড় করছেন।

কৃষক আব্দুল কাদির গণমাধ্যমকে বলছিলেন, আমার গ্রামে একটি বন্ধুমহল ডিজিটাল ক্লাব আছে। আমি সেই ক্লাবের উপদেষ্টা সদস্য। ক্লাবের সদস্যরা আমার কাছে ডিজিটাল পদ্ধতির কিছু একটা করে দেখানোর আবদার করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমার মাথায় এই চিন্তা আসে।

আরো পড়ুন :- ঠাকুরগাঁওয়ে অক্সিজেনের অভাবে মায়ের কোলে সন্তানের মৃত্যু

পরে স্থানীয় কৃষি বিভাগ থেকে পাওয়া রবি শষ্য সরিষা ও লাল শাকের বীজ কিছু নতুনত্ব করার কথা ভাবি। সেইসঙ্গে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ জানাতেই জমিন চাষ করে এমন চিত্রাংকন করি। এতে ক্লাবের সদস্যরা তাকে সহায়তা করেন।

Comments
Loading...