Prottashitoalo

বইমেলায় জিব্রানের ‘গহিরা’

0 278

আশিকুর রহমান : জিব্রান। সবার কাছে সুপরিচিত নাম। শুরুটা হয়েছিল রেডিও জকি দিয়ে। তারপর তার কথা দিয়ে সে সবার মনে জায়গা করে নেয়। এবারের বইমেলায় আসছে তার লেখা প্রথম বই ‘গহিরা’। গল্পে একজন আন্ডার কভার পুলিশ অফিসার ও তার দল দীর্ঘ সময় ধরে একটা তথ্য খোঁজার চেষ্টা করছিল কিন্তু সে তথ্যের জায়গায় অন্য একটা তথ্য তাদের হাতে লাগে।

এখান থেকেই শুরু হয় তাদের অভিযান। কে বা কারা এর পেছনে জড়িত,তারা শেষ পর্যন্ত পৌঁছাতে পারে কি না তাদের কাছে এবং বর্তমানে হাতে লাগে তথ্যের সাথে পূর্বের খোঁজ করা তথ্যের কোন সম্পর্ক আছে কি না এসব জানতে বইটি পড়তে হবে।

বইমেলায় জিব্রানের ‘গহিরা’

উপন্যাসটির একটি আকর্ষনীয় ব্যাপার হচ্ছে লেখক গল্পটিকে ৪টি পর্বে ভাগ করেছেন। পর্বের নামগুলো বড়ই অদ্ভুত। রিনকুয়ু,নোডোসৌরিডি,কুম্মাকিভি ও নামিবিয়া। এছাড়াও ব্যবহার করেছেন ৪ পর্বে মোট ৫টা সিম্বল। এই পর্বগুলোর এমন নামকরণের অর্থ এবং চার পর্বে ৫টা সিম্বল ব্যবহারের কারণ জানতে হলে পুরো গল্পটা না পড়লে এসব বোঝা অসম্ভব।

বিভিন্ন ছাড়ে চমৎকার এই বইটি প্রি অর্ডার চলছে রকমারি.কম,বই বাজার.কম,দূরবীন.কম ও শব্দশৈলী এর ফেইসবুক পেইজে।

Comments
Loading...