Prottashitoalo

ফের পরমাণু যুদ্ধের হুমকি উত্তর কোরিয়ার

0 17

ফের পরমাণু যুদ্ধের হুমকি উত্তর কোরিয়ার। এবার দক্ষিণ কোরিয়া ও আমেরিকাকে নিশানায় রেখে কিম জং উন বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো সঙ্কটে সাড়া দিতে সম্পূর্ণ রূপে প্রস্তুত। প্রয়োজনে আমরা পরমাণু হামলা প্রতিরোধ ও তার পালটা জবাব দিতেও তৈরি’।

পিয়ংইয়্যাংয়ের সংবাদমাধ্যম সূত্রের খবর, পঞ্চাশের দশকের কোরিয়ান যুদ্ধের সমাপ্তির ৬৯তম বার্ষিকী উপলক্ষে এই মন্তব্য করেছেন কিম। দক্ষিণ কোরিয়ার আশঙ্কা, করোনার কারণে সীমান্ত বন্ধ এবং তারও আগে থেকে জারি একাধিক মার্কিন নিষেধাজ্ঞার জেরে কোণঠাসা কিম নিজ দেশের আরো বড় অংশের জনসমর্থন চাইছেন। আর তা আদায়ে তিনি উত্তর কোরিয়াকে যুদ্ধের দিকে ঠেলে দিতেই পারেন।

আরো পড়ুন: ফিলিপাইনে ৭.১ মাত্রার ভূমিকম্প

যদিও সামরিক বিশেষজ্ঞদের একাংশের অনুমান, কিম হুমকি দিলেও আমেরিকা কিংবা দক্ষিণ কোরিয়া কোনোভাবেই আগ বাড়িয়ে যুদ্ধ বাধাতে চাইবে না।

তবু কিমের সুরে বিপদের গন্ধ পাচ্ছেন আর এক অংশ। কিমের অভিযোগ, উত্তর কোরিয়াকে শেষ করে দিতেই দক্ষিণ কোরিয়াকে নিয়ে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে আমেরিকা। অন্যদিকে উত্তর কোরিয়ার ‘রুটিন কার্যকলাপ’কে তারা উস্কানি বা হুমকি বলে দাবি করে! সূত্র: এই সময়

Comments
Loading...