Prottashitoalo

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত

0 33

সেপটিক ট্যাংক বিস্ফোরণে ফেনী শহরের নাজির রোডে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে আপন ভাই।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় নাজির রোডের রুহুল আমিনের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার বাগেরহাট মোড়লগঞ্জ পঞ্চগড় গ্রামের সৈয়দ আলী মুন্সির ছেলে রহমান মুন্সী (৪০), মনির মুন্সী (৪৫) ও নুরুল ইসলাম মুন্সী (৫০)। এরা সবাই ফেনী শহরে দিনমজুরি করতেন। বিস্ফোরণের সময় সবাই ঘরের মধ্যে অবস্থান করছিলেন।

আরো পড়ুন: পাঁচবিবি-ক্ষেতলাল পৌরসভার নির্বাচন ২৭ জুলাই

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, নিহতদের লাশ উদ্ধারের পর ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আসিফ ইকবাল জানান, হাসপাতালে তিন ক্ষত-বিক্ষত ব্যক্তিকে মৃত অবস্থায় আনা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা জানান, বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ভবনের নিচতলাসহ দ্বিতীয়তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয়।

Comments
Loading...