Prottashitoalo

পৃথক বজ্রপাতে ময়মনসিংহে পাঁচ জনের মৃত্যু

0 10

ময়মনসিংহে পৃথক বজ্রপাতের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। একটি ঘটনায় তিন কিশোরের মৃত্যু হয়েছে। অপর ঘটনায় দুইজন মারা গেছেন।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, শুক্রবার (১৭ জুন) দুপুরে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের গাংগাইল গ্রামে ফুটবল খেলার সময় তিন কিশোর মারা গেছেন। তারা হলেন গাংগাইল গ্রামের মো. শহিদুল্লার ছেলে আবু সাঈদ (১৪), হাদিস মিয়ার ছেলে শাওন মিয়া (১৩) ও বিল্লাল হোসেনের ছেলে স্বাধীন (১৪)। নিহতদের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন: সুনামগঞ্জে ঝড়ের কবলে নৌকাডুবি, ভাই-বোনের মৃত্যু

এদিকে ময়মনসিংহ সদরের দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে বাক্কার হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামে দুইজন মারা গেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে গাংগাইল গ্রামে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাত হয়। এতে তিনজন কিশোরের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা তাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরদের মৃত ঘোষণা করেন।

Comments
Loading...