Prottashitoalo

পরীক্ষামূলকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক: জিএম কাদের

0 14

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, পরীক্ষামূলকভাবে হলেও এখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক। করোনার কারণে প্রায় দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জাতিকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সরকারের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এখনই পরীক্ষামূলকভাবে হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক।

আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট শহরে গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কবি শেখ ফজলুল করীম বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।

এসময় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments
Loading...