পদ ছাড়ছেন না হেফাজতে নায়েবে আমীর
হরতালে সহিংসতায় ক্ষুব্ধ হয়ে পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আবদুল আউয়াল। তবে সিদ্ধান্ত পাল্টেছেন তিনি। পদত্যাগের ঘোষণা প্রত্যাহার করেছেন মাওলানা আবদুল আউয়াল।
বুধবার নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদে হেফাজতের কেন্দ্রীয় চার সদস্যের এক বৈঠক শেষে বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে মাওলানা আউয়ালের এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মামুনুল হক।
এর আগে গত সোমবার নারায়ণগঞ্জের ডিআইটি বাণিজ্যিক এলাকায় রেলওয়ে জামে মসজিদে শবে বরাতের বয়ানেও তিনি হেফাজতের ঘটনায় নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।
আরো পড়ুন:- মেঘনায় নদীপথে চাঁদাবাজি আটক ১
কেন্দ্রীয় নায়েবে আমির ও হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটির আমির আবদুল আউয়ালের বয়ানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিলো মঙ্গলবার। ওই ভিডিওতে তিনি নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন।