নিরাপদ সড়ক চাই
–আতাউর রহমান রাব্বি
আমার ভাই প্রাণ দিবে কেন রাস্তায়
গর্জে ওঠ তরুণ হোক প্রতিবাদ,
নাঈম হত্যার বিচার চাই নিরাপদ সড়ক চাই
নাঈমের মতো জাতির ভবিষ্যৎ যারা।
কেনো মরবে তারা রাস্তায়!
বিচার চাই বিচার চাই, নিরাপদ সড়ক চাই।
ত্রুটিপূর্ণ যানবাহন অপেশাদার চালক
বেপরোয়া চালিয়ে গাড়ি,
করবে আর কতো মায়ের বুক খালি
প্রশ্ন আমার উচ্চ মহলে–
আর কতো মায়ের বুক খালি হলে!
আইনের প্রয়োগ শতভাগ হবে?
যাচ্ছে ঝরে সড়কে তাজা প্রাণ
চাচ্ছি আমরা তার উপযুক্ত প্রতিকার,
দেখিতে চাই না আর সড়কে মূত্যুর মিছিল
বিচার চাই বিচার চাই, নিরাপদ সড়ক চাই।