‘নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচনে অংশ নিবে না বিএনপি’
সরকারের পদত্যাগ করার দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নিবে না।
রবিবার (২৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে বিএনপি প্রধানমন্ত্রীর চা পানের দাওয়াত গ্রহণ করবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।
আরো পড়ুন: গণতন্ত্রের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না: ওবায়দুল কাদের
মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার বড় বড় প্রকল্পের নামে লুট করছে। ১৫ বছরের সরকার শুধু একটা বিষয়ে নজর দিয়েছে তা হচ্ছে টাকা পাচার ও লুট।
বিএনপির মহাসচিব বলেন, রাজার দোষে রাজ্য নষ্ট হয়। প্রজা কষ্ট পায়। দেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা বানিয়ে দিচ্ছে অথচ দেশের বিভিন্ন জেলায় মানুষ দুই বেলা খেতে পাচ্ছে না। জ্বালানির ব্যাপারে সরকারের পরিকল্পনা করেনি তাই এই সংকট দেখা দিয়েছে।
তিনি বলেন, বোরো ধানের মৌসুম শুরু হয়েছে। গ্রামে সাত থেকে আট ঘণ্টা বিদ্যুৎ যাচ্ছে। এতে ধান উৎপাদন কমে যাবে। খাদ্য সংকট হবে। কিছুদিন পর সার উৎপাদন বন্ধ হয়ে যাবে। সারের সংকট হবে।