Prottashitoalo

দয়া করে অমানুষের মত গুজব ছড়াবেন না : আঁখি আলমগীর

0 16

বিনোদন ডেস্ক : একাধিকবার ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে আবারও খবর ছড়াতে থাকে এই নায়ক আর নেই। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে তিনি মারা গেছেন বলে দাবি করা হয়। যা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

পরে খোঁজ নিয়ে জানা যায়, ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা সুস্থ আছেন এবং বাসাতেই রয়েছেন। যা ছড়িয়েছে তা গুজব।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে গিয়ে ছিলেন আলমগীর। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও ৷

মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ৷ তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মত গুজব ছড়াবেন না। আপনারাও কোন বাবা মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কিভাবে করতে পারেন?’

এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, নায়ক জায়েদ খানও। তিনি বলেন, ‘এটা খুবই নিম্নমানের কাজ। একটি শ্রেণি অনলাইনে নিয়মিত এমন গুজব ছড়াতে থাকে। আমরা শিগগিরই ব্যবস্থা নিতে যাচ্ছি এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে।’

উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় নায়করাজ রাজ্জাক, এ টি এম শামসুজ্জামানসহ একাধিক তারকার একাধিকবার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে।

Comments
Loading...