Prottashitoalo

দ্বিতীয় ধনী জেফ বেজোসকে শীর্ষ ধনীর খোঁচা

0 4

টেসলা সিইও এলন মাস্কের ব্যক্তিগত সম্পদ হলো ২২২ বিলিয়ন ডলার। আর তাই, বিশ্বের শীর্ষ ধনী হলেন তিনি। সহজেই অতিক্রম করে গেলেন অ্যামাজন-প্রধান জেফ বেজোসকে, যাঁর সম্পদের পরিমাণ ১৯১ দশমিক ৬ বিলিয়ন ডলার। ব্লুমবার্গ বিলিওনিয়র ইনডেক্স এ তথ্য জানাচ্ছে।

শীর্ষ ধনী হবার বিষয়টি টুইটারে বেশ মজা করে উদযাপন করেন এলন। নিজের স্বশোভিত স্বর্ণপদক উদযাপন করার জন্য সোমবার প্রতিদ্বন্দ্বী বেজোসকে রসিকতার সাথে টুইট করেন তিনি। টুইটার পোস্টে একটি রৌপ্য (দ্বিতীয় স্থান) পদকের ট্রোলিং ইমোজি দেন এলন।

আরো পড়ুন: – ‘দুশ্চরিত্রাহীনকাণ্ড’ থেকে ভিপি নূরের অব্যাহতি

বেজোস টুইটারে তার নিজের কম্পানির কথা বলে লেখেন, শুনুন এবং প্রকাশিত হোন। কিন্তু কাউকে বলার সুযোগ দেবেন না- আপনি কে। এটি আমাদের অনেকগুলো গল্পের মধ্যে একটি ছিল যা আমরা ব্যর্থ হওয়ার পথে যাচ্ছিলাম। আজ, অ্যামাজন বিশ্বের অন্যতম সফল কম্পানি এবং দুটি সম্পূর্ণ ভিন্ন শিল্পে বিপ্লব ঘটিয়েছে।

এর আগে টেসলা বস তাঁর শীর্ষে যাওয়ার বিষয়টি ফোর্বসকে জানিয়েছিলেন। সূত্র : ইউএসএ টুডে

Comments
Loading...