Prottashitoalo

দেশে ২৪ ঘণ্টায় ৪৩৩ জনের করোনা শনাক্ত

0 9

বাংলাদেশে ১৬ জুন সকাল ৮টা থেকে ১৭ জুন সকাল ৮টা পর্যন্ত ৪৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ১৩১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন।

শুক্রবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: দেশে বাড়ছে সংক্রমণ, দ্রুত বুস্টার ডোজ নেয়ার পরামর্শ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৯০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

এদিকে বৃহস্পতিবার (১৬ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, দেশে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। যারা এখনো বুস্টার ডোজ নেননি, শিগগির নিয়ে নিন। কারণ, করোনা কিছুটা হলেও বাড়তি আমাদের দেশে। আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে।

Comments
Loading...