Prottashitoalo

দাম্পত্য জীবনের সম্পর্ক নিয়ে নুসরাতের নতুন এক ভিডিও ফাঁস!

0 9

বিনোদন ডেস্ক : অভিনয় আর রাজনীতির ব্যস্ততার মাঝে দাম্পত্য জীবনের সম্পর্ক নিয়ে নতুন এক ভিডিও তৈরি করেছেন নুসরাত জাহান। সম্প্রতি এই অভিনেত্রী তার ভিডিওতে উল্লেখ করেছেন, কীভাবে সমাঝোতার মাধ্যমে মানুষের সম্পর্ক টিকিয়ে রাখা যায় তা নিয়ে।

তার কথায়, ‘সমঝোতা করে যদি সম্পর্ক টিকে যায়, তবে তা করা উচিত। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে যদি শুধু একজনকেই বারবার সমঝোতা করতে হয় তাহলে সেখানেই থেমে যাওয়া উচিত।’

নুসরাতের হঠাৎ এমন ভিডিও পোস্ট করা নিয়ে টলিউডে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। অনেকে বলছেন, নুসরাত হয়তো তার স্বামী নিখিল জৈনের সঙ্গে এখন আর বিবাহবিচ্ছেদে যেতে চাইছেন না। সে কারণে তার এমন ভিডিও। তবে নতুন করে শুরু হওয়া এই গুঞ্জন নিয়ে কিছু বলেননি নুসরাত।

web site
Comments
Loading...