তুরস্কে উচ্চশিক্ষার হাতছানি, স্কলারশিপের জন্য শুরু হয়েছে আবেদন
বিশ্ব রাজনীতিতে আলোচনায় থাকা তুরস্ক সরকারের ঘোষিত তুরস্ক সরকারি স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। উচ্চশিক্ষার সুযোগ করে দিতে দেশটির সরকার প্রতি বছর পাঁচ হাজার বিদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে থাকে। পৃথিবীর ১৭২টি দেশ থেকে এই বৃত্তির জন্য আবেদন করা যায়।
ব্যাচেলর, মাস্টার্স আর পিএইচডি অধ্যয়নে ইচ্ছুক ছাত্ররা স্কলারশিপের ওয়েবসাইট থেকে বিনা ফিতে এই আবেদন করতে পারবেন। বৃত্তিপ্রাপ্তরা তুরস্কের ৫৫টি শহরের ১০৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান।
পৃথিবীর প্রায় সব দেশে একযোগে শুরু হওয়া এই আবেদন শুরু হয়েছে ১০ জানুয়ারি থেকে। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
শিক্ষা বৃত্তির সুযোগ সুবিধার মধ্যে রয়েছে-টিউশন ফিসহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ। আবাসন ও খাবারের ব্যবস্থা। বিনা মূল্যে এক বছরের তুর্কি ভাষা শেখার ব্যবস্থা। স্বাস্থ্যবিমা তথা বিনা মূল্যে চিকিৎসা সেবা। মাসিক সম্মানী ভাতা (স্নাতক ৮০০ লিরা, স্নাতকোত্তর ১১০০ লিরা ও পিএইচডিতে এক হাজার ১৬০০ লিরা দেওয়া হয়)। প্রথমবার যাওয়া ও পড়ালেখা শেষ করে দেশে ফেরার বিমান টিকিট।
আবেদনের শর্তাবলি: স্কলারশিপ পেতে হলে স্নাতকের জন্য এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৭০ শতাংশ এবং স্নাতকোত্তর-পিএইচডির জন্য স্নাতক-স্নাতকোত্তরে ৭৫ শতাংশ মার্কস থাকতে হয়। তবে মেডিকেলে ভর্তি হতে চাইলে ৯০ শতাংশ মার্কস লাগবে। তুরস্কে পড়াশোনার ভাষা তুর্কি হলেও কিছু কিছু বিশ্ববিদ্যালয় ইংরেজিতে পড়ার সুযোগ দেয়। এ ক্ষেত্রে আইইএলটিএস বা জিআরই থাকতে হয়।
আরও পড়ুন- সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী শিক্ষাবর্ষে
আবেদনের জন্য যা যা লাগবে: সকল পরীক্ষার সার্টিফিকেট। সকল পরীক্ষার মার্ক সিট।জন্মনিবন্ধন (ইংরেজিতে), জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের স্ক্যান কপি। আইইএলটিএস, টোফেল ও জিআরই ইত্যাদির সার্টিফিকেট (যদি থাকে)। দুটি রেফারেন্স লেটার (বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের হলে ভালো হয়)। যত প্রকার এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট আছে (রচনা প্রতিযোগিতা, স্কাউট, বিএনসিসি, জিপিএ ৫ সংবর্ধনা, কোনো এনজিও বা অন্য প্রতিষ্ঠানে কাজ করা ইত্যাদি)।
আবেদন করতে পারবেন যে বিষয়গুলো: বাংলাদেশের একটি সাধারণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিভাগভিত্তিক যেসব বিষয়ে আবেদন করতে পারে, এখানে তার থেকেও আপনাদের পছন্দমতো আরো বেশি বিষয়ে আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়স: ২০২০ সালে আবেদনকারীর অনার্সের জন্য ২১ বছর, মাস্টর্সের জন্য ৩০ আর পিএইচডির জন্য ৩৫ বছরের বেশি না হওয়া।
আবেদনের সময়কাল: ২০২০ সালের আবেদনের সময়কাল ১০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। যারা আবেদন করতে ইচ্ছুক তারা http://www.turkiyeburslari.gov.tr/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।