Prottashitoalo

তিশা-ফারুকীর ঘরে আসছে নতুন অতিথি

0 15

নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকীর ঘরে আসছে নতুন অতিথি। খবরটি এই দম্পতি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। নির্মাতা ফারুকী দুটো ছবি শেয়ার করে ক্যাপশনে লিখে জানিয়েছেন এই সুখবরটি। অন্যদিকে তিশাও ফেসবুকে জানিয়েছেন এই আনন্দের খবরটি।

মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন-

“যখন তোমার জন্ম হয়
তখন একই সাথে আসলে
জন্ম হয় আমাদেরও
আমি যখন কবিতা লিখি
তখন কবিতাও কি
কিছুটা লিখে না আমায়?”

সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই হবে নিশ্চয়ই। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- “তিশাকে কেন কোথাও দেখা যাচ্ছে না?” “সে কেন সবকিছুতে অনুপস্থিত?”

অনুপস্থিত কারণ আমাদের জীবনে আরেক জন মানুষের উপস্থিতি আসন্ন। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

অন্যদিকে তিশা তার ফেসবুকে লিখেছেন-

আলহামদুলিল্লাহ।
নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা।
বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- “আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেনো?” “আমি কেনো সবকিছুতে অনুপস্থিত?”
এই দুইটা ছবিতে নিশ্চয় সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারন আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।

উল্লেখ্য, ভালোবেসে ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন এই দম্পতি। দাম্পত্যের ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পা রেখেছেন তিশা-ফারুকী।

আরো পড়ুন: ক্যাটরিনাকে বিয়েতে যে মূল্যবান উপহার দিলেন সালমান!

Comments
Loading...