Prottashitoalo

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ, ৯১% ফেল

0 44

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৬ হাজার ১১১ জন পরীক্ষার্থী পাস করেছেন। উত্তীর্ণের হার ৮ দশমিক ৫৮ শতাংশ।

এছাড়া ৬৫ হাজার ১৫১ জন ফেল করেছে। ফেলেই হার ৯১ দশমিক ৪২ শতাংশ। মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আরো পড়ুন: ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১০.৩৯%

গত ১১ জুন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দেন ৭১ হাজার ২৬২ জন। তাদের মধ্যে ৬ হাজার ১১১ জন শিক্ষার্থী পাস করেছেন। ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা https://admission.eis.du.ac.bd ভিজিট করে ফলাফল জানতে পারবেন। এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক ও টেলিটক নম্বর থেকে থেকে DU GHA টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি এসএমএসে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

Comments
Loading...