Prottashitoalo

জ্বালানি সংকট: মন্ত্রীদের গাড়ি নিয়ে ছোটাছুটি না করার নির্দেশ

0 18

জ্বালানি ব্যবহার কমাতে গাড়ির তেল খরচ করে মন্ত্রীদের বেশি ছোটাছুটি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, দেশে এখন জ্বালানি নিয়ে সংকট আছে তবে এই সমস্যা বেশিদিন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সমস্যা সমাধানের জন্য পারদর্শী।

তিনি আরো বলেন, আজকের মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী তেল খরচ করে মন্ত্রীদের বেশি ছোটাছুটি না করে ভার্চুয়ালি যোগাযোগ বাড়ানোরও নির্দেশ দিয়েছেন।

গণপরিবহন ভাড়া বাড়ছে কি না জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এ কথা এখন বলতে পারব না। যখন বাড়বে তখন বলা যাবে। একটা ছোট কথা থেকে অনেক বড় কথা হয়ে যেতে পারে। এখন আমাদের কথাবার্তাও সতর্কভাবে বলতে হবে।

আরো পড়ুন: ‘সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, আমাদের সেগুলি অতিক্রম করতে হবে’

এদিকে চলতি বছরের ৬ মাসে (জানুয়ারি থেকে জুন) মন্ত্রিসভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ১২ শতাংশ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১৪টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে, মোট সিদ্ধান্ত নেয়া হয়েছে ১২১টি। সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে ৮০টি, সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে ৪১টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ১২ শতাংশ।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেয়া তথ্যে দেখা গেছে, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত সাতটি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেয়া হয় ৬২টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে ৪০টি। ২২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৪ দশমিক ৫১ শতাংশ।

গত বছর একই সময়ে মন্ত্রিসভা বৈঠক হয় সাতটি, সিদ্ধান্ত নেয়া হয় ৫৭টি। সিদ্ধান্ত বাস্তবায়ন হয় ৩৭টি, বাস্তবায়নাধীন সিদ্ধান্ত ২০টি। সিদ্ধান্ত বাস্তবায়নের হার প্রায় ৬৫ শতাংশ।

চলতি বছর এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে চারটি নীতি বা কর্মকৌশল, চারটি চুক্তি বা প্রটোকল অনুমোদন হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ১০টি। গত বছর একই সময়ে মন্ত্রিসভা বৈঠকে দুটি নীতি বা কর্মকৌশল, একটি চুক্তি বা প্রটোকল অনুমোদন হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ৬টি।

করোনাভাইরাস মহামারির মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন হার সন্তোষজনক বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Comments
Loading...