Prottashitoalo

ঘন ঘন দুঃস্বপ্ন দেখেন?

0 24

বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ‘হিউম্যান ব্রেন হেলথ’ বিভাগের গবেষকদের সাম্প্রতিক গবেষণা বলছে, বার বার দুঃস্বপ্ন দেখা পার্কিনসন’স রোগের ইঙ্গিত হতে পারে। বিশেষ করে বয়স্কদের মধ্যে এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় দ্বিগুণ।

আবিদেমি ওটাইকুর নেতৃত্বে চলা এই গবেষণায় অংশ নিয়েছিলেন প্রায় ৩৮১৮ জন। প্রায় ১২ বছর ধরে চলেছে গবেষণাটি। গবেষণার ফল বলছে, বারংবার দুঃস্বপ্ন দেখা পারকিনসনস রোগের একেবারে প্রাথমিক উপসর্গগুলির মধ্যে একটি হতে পারে। যেহেতু এই রোগটি আগে থেকে নির্ণয় করা কঠিন তাই এই গবেষণাটি পার্কিনসন’স নির্ণয়ে কিছুটা হলেও সহায়তা করতে পারে।

আরো পড়ুন: কোন খাবার খাওয়ার পর পানি পান ঠিক নয়?

তবে এখনো রোগটি সম্পর্কে নিশ্চিত হতে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন থাকবে বলেই মত গবেষকদের।

পার্কিনসন’স একটি অত্যন্ত বিপজ্জনক স্নায়ুরোগ। এই রোগে স্নায়ুকোষগুলির মৃত্যু হতে থাকে। কমে যায় ডোপামাইন নামক একটি উপাদানের ক্ষরণ। এই উপাদানটি স্নায়ু সংবেদ পরিবহণ করে। ফলে শ্লথ হয়ে আসে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। বিভিন্ন অঙ্গে কম্পন সৃষ্টি হওয়া, নড়াচড়া করতে অসুবিধা ও পেশির স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া এই রোগের প্রধান তিনটি লক্ষণ বলে বিবেচিত হয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা

Comments
Loading...